লোটোর স্কুল নোটবুক কার্যক্রম শুরু

সমাজকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে লোটো স্কুল নোটবুক ক্যাম্পেইন শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2019, 01:31 PM
Updated : 19 Feb 2019, 01:31 PM

লোটো স্কুল সু এবং লোটো স্কুল ব্যাগের পাশাপাশি প্রথমবারের মতো লোটোর স্কুল নোটবুক ক্যাম্পেইন শুরু হয়েছে।

সম্প্রতি এই কার্যক্রম শুরু হয়েছে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লোটো সেলস টিমের মাধ্যমে প্রতিটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাজার মূল্য থেকে কম দামে লোটো স্কুল নোটবুক বিক্রয় কার্যক্রম শুরু করেছে। এছাড়া বিভিন্ন স্কুলের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণ করা হচ্ছে এই নোট বুক।

সেরা মানের কাগজ ব্যবহার করায় বাজারের অন্যান্য স্কুল নোটবুক বা খাতার তুলনায় লোটোর স্কুল নোটবুক উন্নতমানের। প্রতিটি খাতায় লোটো ফুটওয়্যারের উপর ১০টি ডিসকাউন্ট কুপন রয়েছে।

২০১২ সালে বাংলাদেশে যাত্রা শুরু করা ইটালিয়ান স্পোর্টস ও লাইফস্টাইল ব্র্যান্ড লোটো দেশজুড়ে ১৪০টিরও বেশি আউটলেটের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে।