বিমানের চেয়ারম্যান পদে ইনামুল বারী চতুর্থ বার

চতুর্থবারের মতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন বিমান বাহিনীর সাবেক প্রধান মোহাম্মদ ইনামুল বারী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2019, 06:09 PM
Updated : 17 Feb 2019, 06:09 PM

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার জিএম শাকিল মেরাজ বলেন, বিমান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১৩ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে।

“আগের পরিচালনা পর্ষদের কেউ এবার বাদ পড়েননি। আবার নতুন কেউও যুক্ত হননি।”

পরিচালনা পর্ষদে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম এ্যাফেয়ার্স ইউনিটের সচিব অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল  মো. খুরশিদ আলম, বিমান বাহিনীর সহকারী প্রধান, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। 

এছাড়া বিজিএমইএ’র সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তানজীব-উল আলম, চার্টার্ড অ্যাকাউন্টেট নূর-ই খোদা আব্দুল মবিন এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদও থাকছেন পরিচালনা পর্ষদে।