বাংলাদেশ চেম্বারে নতুন নেতৃত্ব

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রিজের (বিসিআই) সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ। দুই বছরের জন্য এ দায়িত্ব বৃহস্পতিবার বুঝে নেন তিনি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2019, 12:06 PM
Updated : 16 Feb 2019, 12:06 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিআআইর বিদায়ী সভাপতি মোস্তফা আজাদ চেীধুরী বাবু এক অনুষ্ঠানে দায়িত্ব হস্তান্তর করেন। সভার শুরুতে বিসিআই নির্বাচন বোর্ডের পক্ষ হতে আব্দুল হক নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।

ফলাফল অনুযায়ী, সভাপতি ইভেন্সগ্রুপের চেয়ারম্যান আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ, ইত্তেফাক ইন্ডাস্ট্রিয়াল করপোরেশনের পরিচালক হেলাল উদ্দিন এবং ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতারের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী যথাক্রমে জ্যেষ্ঠ সহসভাপতি এবং সহসভাপতি হিসেবে দায়িত্ব নেন।

অনুষ্ঠানে বিসিআইর সাবেক সভাপতি শাহেদুল ইসলাম হেলাল, এ এম সুবিদ আলি টিপু, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ উপস্থিত ছিলেন।

বিসিআই নতুন সভাপতি পারভেজ বলেন, শুধু ঢাকাকেন্দ্রিক নয়, দেশব্যাপী কাজ করবে বিসিআই। তরুণ শিল্প উদ্যোক্তারা ব্যবসা শুরুর প্রক্রিয়া ও সম্ভাবনাময় খাত খুঁজে পান না। উদ্যোক্তা তৈরিতে সহায়তা দেবে বিসিআই। ওয়েব পোর্টাল চালু করে সব ধরনের তথ্যসেবা দেওয়া হবে। উদ্যোক্তা উন্নয়নে আলাদা তহবিল গঠনে উদ্যোগ নেয়া হবে।

বিসিআই এর বিদায়ী সভাপতি জনাব মোস্তফা আজাদ চেীধুরী বাবু বিগত ২ বছরের বিসিআইর কার্যক্রম উপস্থাপন করেন এবং নতুন পরিচালনা পর্ষদের শুভকামনা জানান।