পিসিআই-ডিএসএস সম্পন্ন করেছে ইউসিবি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (পিসিআই-ডিএসএস) সার্টিফিকেশনের চাহিদা পরিপালন সম্পন্ন করেছে। পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি (পিসিআই) সিকিউরিটি স্ট্যান্ডার্ড কাউন্সিলের চাহিদা অনুসারে তাদের পক্ষে নিরীক্ষা সম্পন্ন করেছে কন্ট্রোলকেস, এলএলসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2019, 01:33 PM
Updated : 13 Feb 2019, 01:35 PM

বুধবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিসা, মাস্টার কার্ড, এমেক্স, জেসিবি প্রভৃতি কার্ড পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যারা কার্ডগ্রহীতার তথ্য বা সংবেদনশীল তথ্যের সংরক্ষন, প্রক্রিয়াকরন ও আদান প্রদানে সর্বোচ্চ নিরাপত্তা গ্রহন করে।

তাদের দ্বারা গৃহীত একটি বৈশ্বিকভাবে স্বীকৃত কার্ড তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনা হলো পিসিআই-ডিএসএস। বাংলাদেশে খুব কম সংখ্যক ব্যাংকই এই সার্টিফিকেট অফ কমপ্লায়েন্স অর্জনে সক্ষম হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-ইউসিবি তাদের মধ্যে একটি।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিলের হাতে সার্টিফিকেট অফ কমপ্লায়েন্স তুলে দেন কন্ট্রোলকেস, এলএলসি এর প্রেসিডেন্ট সুরেশ দাদলানি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি, মোহাম্মদ মামদুদুর রশীদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান; এন মুস্তাফা তারেক, আব্দুল্লাহ আল মামুন, হেড অব আইটি এ ওয়াই এম মোস্তফা এবং কন্ট্রোলকেস, এলএলসি এর কোয়ালিফায়েড সিকিউরিটি এসেসর আশিষ ওঝা।