বাবা চেয়ারম্যান, ছেলে ভাইস চেয়ারম্যান

আহমেদ সায়ান ফজলুর রহমান আইএফআইসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বেসরকারি এই ব্যাংকটিতে চেয়ারম্যানের দায়িত্বে আছেন তার বাবা সালমান এফ রহমান।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2019, 01:49 PM
Updated : 12 Feb 2019, 01:54 PM

সম্প্রতি ব্যাংকের পরিচালকদের এক সভায় সায়ানকে ভাইস চেয়ারম্যান করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সায়ানের বাবা সংসদ সদস্য সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। তিনি বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। ছেলে আহমেদ সায়ানও এই শিল্প গ্রুপের নির্বাহী পরিচালক।

সালমান এফ রহমান

আইএফআইসি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সায়ান যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করার পর  ওষুধ, বস্ত্র, জ্বালানি, আইসিটি ও টেলিকম শিল্পে ইতোমধ্যে ১০ বছরের বেশি সময় কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি বেশ কয়েকটি বহুজাতিক সংস্থা এবং অটিজম বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমসহ জনহিতকর কর্মকাণ্ডে যুক্ত।

সায়ান আবাহনী লিমিটেডের একজন কাউন্সিলর এবং বিপিএলের ঢাকা ডাইনামাইটসের মালিক।

এছাড়াও সায়ান প্রিন্স অব ওয়েলস ট্রাস্ট (ব্রিটিশ  এশিয়ান সেক্টর) এর চেয়ারম্যান। কাজাখস্তানের সম্মানিত কনসাল জেনারেলও তিনি। সার্ক ইয়ুথ চেম্বারের নির্বাহী কমিটির সদস্যও তিনি।