উবার এখন সিলেটে

শহুরে পথচলার অন্যতম বাহন উবারের মোটরসাইকেল সার্ভিস `উবার মটো’ এবার সিলেট শহরে যাত্রা শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2019, 12:20 PM
Updated : 11 Feb 2019, 12:20 PM

সোমবার থেকে বাংলাদেশের তৃতীয় শহর হিসাবে সিলেটে উবার চলছে বলে কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞিপ্তিতে জানায়।

ঢাকার বাইরে দ্বিতীয় শহর হিসাবে উবার বেছে নিয়েছিল চট্টগ্রামকে।

উবার জানায়, ঢাকা ও চট্টগ্রামে গড়ে পাঁচ মিনিটেরও কম সময়ে উবার রাইড পাওয়া যায়। উবার ব্যবহারকারীদের মধ্যে ১৩ শতাংশ যাত্রী সপ্তাহে গড়ে অন্তত ছয়বার উবার ব্যবহার করে থাকেন।

এমন সাফল্যের ধারাবাহিকতায় সিলেটে যাত্রা শুরু করলো উবার।

বাংলাদেশে উবার দিনে দিনে বিস্তৃতি পাচ্ছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে এক লাখেরও অধিক চালক রয়েছে উবারের। সপ্তাহে গড়ে আড়াই হাজার চালক নতুন করে যুক্ত হচ্ছে। ধারণা করা হচ্ছে ২০১৯ সালে বাংলাদেশে উবারের কার্যক্রম দক্ষিণ এশিয়ায় কোম্পানিটির মোট প্রবৃদ্ধিতে ২৫ শতাংশ অবদান রাখবে।

উবার সাউথ এশিয়ার হেড অব সিটিজ প্রভজিৎ সিং বলেন, “বাংলাদেশের চালক ও যাত্রীদের ভালোবাসা প্রতিনিয়ত আমাদেরকে অনুপ্রাণিত করে চলেছে। শহরের পারিপার্শ্বিকতার সাথে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির মিশ্রণ ঘটানোর মাধ্যমে আমরা যাতায়াতের সুব্যবস্থা নিশ্চিত করার এক অভিনব সুযোগ পাচ্ছি উবারে।