আবাসন মেলা বুধবার থেকে

আবাসন খাতের যাবতীয় তথ্য বিনিময়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার শুরু হচ্ছে রিহ্যাব ফেয়ার ২০১৯।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2019, 03:47 PM
Updated : 5 Feb 2019, 03:47 PM

আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মেলা।

বুধবার বেলা ১১টায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম মেলার উদ্বোধন করবেন।

উদ্বোধনের পর দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান রিহ্যাব কর্তৃপক্ষ।

রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া সংবাদ সম্মেলনে বলেন, এবারের মেলায় মোট ২০২টি স্টল থাকছে। আবাসন কোম্পানি ছাড়াও এবার ২০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস কোম্পানি এবং ১৪টি অর্থলগ্নী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে মেলায়।

প্রবেশ টিকেট ও র‌্যাফেল ড্র

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় দুই ধরনের টিকিট থাকছে। একটি ৫০ টাকা মূল্যের সিঙ্গেল এন্ট্রি; অপরটি ১০০ টাকা মূল্যের মাল্টিপল এন্ট্রি। মাল্টিপল এন্ট্রি টিকিটে একজন দর্শনার্থী মেলার সময় ৫ বার প্রবেশ করতে পারবেন।

এন্ট্রি টিকিটের রাফ্রেল ড্র মেলার শেষ দিন ১০ ফেব্রুয়ারি রাত ৯টায় অনুষ্ঠিত হবে।

রাফেল ড্র এর ১ম পুরস্কার- ১টি প্রাইভেট কার, ২য় পুরস্কার একটি মোটর সাইকেল, ৩য় পুরস্কার ১টি ফ্রিজ, ৪র্থ পুরস্কার-১টি ৪৩ ইঞ্চি এলইডি টেলিভিশন, ৫ম পুরস্কার-১টি ওয়াসিং মেশিন, ৬ষ্ঠ পুরস্কার- ১টি ডিপ ফ্রিজ, ৭ম পুরস্কার- ১টি মোবাইল ফোন, ৮ম পুরস্কার- ১টি মোবাইল ফোন, ৯ম পুরস্কার- ১টি মাইক্রো ওভেন এবং ১০ম পুরস্কার- ১টি এয়ার কুলার।