মোবাইল অ্যাপে বীমার তথ্য জানাবে গ্রীন ডেল্টা

গ্রাহকদের বীমার তথ্য জানাতে নতুন একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে গ্রীন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2019, 02:03 PM
Updated : 5 Feb 2019, 02:03 PM

মঙ্গলবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে ‘জিডি ক্যালেন্ডার’ নামে এই মোবাইল অ্যাপ উন্মোচন করেছে কোম্পানিটি।

সংবাদ সম্মেলনে গ্রিন ডেল্টার ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী বলেন, মোবাইল অ্যাপটি মূলত তাদের সেবাকে মানুষের কাছে তুলে ধরার ‘অভিনব প্রক্রিয়া।’

“এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ডেস্ক ক্যালেন্ডারের ছবি স্ক্যান করে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যাবে। জানা যাবে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের সেবাগুলোর তথ্য।”

এ ধরনের ডিজিটাল প্রযুক্তিকে সঙ্গে নিয়ে আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় সংবাদ সম্মেলনে ব্যক্ত করেছেন গ্রীন ডেল্টার ব্যবস্থাপনা পরিচালক ফারজানা।

ডিজিটাল প্রযুক্তি চালু করে ‘সাফল্য’ পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “২০১৮ সালে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে মোটর ইন্সুরেন্স চালু করার পর মাত্র তিন মাসে আমরা ৩০ হাজার পলিসি করতে পেরেছি। এর মাধ্যমে আমাদের গ্রাহকরা খুব সহজে খুব স্বচ্ছতার সঙ্গে তাদের সেবাগুলো পাচ্ছেন।”

২০১৬ সালে নারীদের জন্য ‘নিবেদিতা’ নামে বীমা পলিসি চালু করে সাফল্য পাওয়ার কথা জানান ফারজানা।