ব্র্যাক ব্যাংকের ঋণে ইয়ামাহার প্রথম বাইক হস্তান্তর

ব্র্যাক ব্যাংকের ঋণে ইয়ামাহার প্রথম মোটর বাইক হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2019, 01:28 PM
Updated : 2 Feb 2019, 01:28 PM

বুধবার এক অনুষ্ঠানের ক্রেতা ইয়ামাহা মটর বাইক বুঝে নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইয়ামাহার মোটর বাইক ও স্কুটারের জন্য সহজ শর্তে ও কিস্তিতে ঋণ দিচ্ছে ব্রাক ব্যাংক।

বাংলাদেশে ইয়ামাহা মোটর সাইকেল এবং এর খুচরা যন্ত্রাংশের একমাত্র ডিস্ট্রিবিউটর এসিআই মটরসের সাথে এ লক্ষে চুক্তি করেছে ব্রাক ব্যাংক।

ঐ চুক্তির আওতায় প্রথম ক্রেতাকে ইয়ামাহা মটর বাইক বুঝে দেয়া হয়।

বাইক হস্তান্তর অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসিআই মটরসের বিজনেস ম্যানেজার রবিউল হক, হেড অব রিটেইল লেন্ডিং প্রোডাক্টস দেওয়ান ইমতিয়াজ আহমেদ, ব্রাক ব্যাংকের হেড অব সেলস মাহাবুবুল ফারুক খান।

এসিআই মটরসের সারাদেশে ৪১টিরও বেশি থ্রিএস (সেলস্, সার্ভিস, স্পেয়ার পার্টস্) ডিলার পয়েন্ট এবং ৩টি এসিআই ফ্ল্যাগশিপ সেন্টার রয়েছে।