ইউপে-তে ভাড়া নেবে পাঠাও

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ডিজিটাল পেমেন্ট সিস্টেম ইউপে’র মাধ্যমে যাত্রীভাড়া নিবে পাঠাও।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2019, 11:31 AM
Updated : 20 Jan 2019, 11:31 AM

রোববার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান পাঠাও তাদের সঙ্গে এই সংক্রান্ত একটি চুক্তি করেছে।

এই চুক্তির ফলে ইউপে’র মাধ্যমে সহজেই পাঠাও এর ভাড়া প্রদান করতে পারবেন যাত্রীরা।

ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং পাঠাও লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন ইলিয়াস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অন্যদের মধ্যে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক শওকত জামিল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মামদুদুর রশিদ চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।