ফোটন মোটরের ফ্রি সার্ভিস ক্যাম্প

এসিআই মটরসের সঙ্গে যাত্রা শুরুর তিন মাসের মধ্যেই বাণিজ্যিক যানবাহনের জন্য তিন দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প চালু করেছে ফোটন মোটর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2019, 12:49 PM
Updated : 19 Jan 2019, 12:49 PM

২০১৮ সালের অক্টোবর মাসে ফোটন মোটরসের সঙ্গে যাত্রা শুরু করেছে এসিআই মটরস। বাণিজ্যিক যানবাহনের উৎপাদনে বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ফোটন এসিআইয়ের বাণিজ্যিক যানের একমাত্র পরিবেশক।

শনিবার থেকে শুরু হওয়া ফ্রি সার্ভিস ক্যাম্পটি নিয়ে এসিআই মটরস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, যাত্রার শুরু থেকেই এসিআই মটরস গ্রাহকদের গুণগত সেবা প্রদান এবং খুচরা যন্ত্রাংশের লভ্যাংশের লভ্যতার উপর গুরুত্ব দিয়ে আসছে।

ঢাকার পূর্বাচলে এই ফ্রি সার্ভিস ক্যাম্পের উদ্বোধন করেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস।

ক্যাম্পের প্রথম দিনেই ৪৫টি যানের সার্ভিস দেওয়া হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কৃষিজ যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, পাওয়ার টিলার, কম্বাইন হারভেষ্টার, রিপারসহ নানা কৃষিযন্ত্র সরবরাহের পাশাপাশি এসিআইয়ের রয়েছে

কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, জেনারেটর এবং ইয়ামাহা মোটরসাইকেল।