ব্যাংক ক্লোজিং ২৭ ডিসেম্বর

জাতীয় নির্বাচনের কারণে এবার ব্যাংক ক্লোজিং ৩০ ডিসেম্বরের পরিবর্তে ২৭ ডিসেম্বর হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2018, 12:48 PM
Updated : 18 Dec 2018, 12:48 PM

মঙ্গলবার এক সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক বলেছে, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পরিপেক্ষিতে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সকল তফসিলি ব্যাংকের চলতি বছরের বার্ষিক হিসাব ক্লোজিং আগামী ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার নির্ধারণ করা হলো।

“তবে ৩১ ডিসেম্বর যথারীতি ব্যাংক হলিডে অপরিবর্তিত থাকবে।”

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন ৩০ ডিসেম্বর, রোববার সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রসাশন মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত এক চিঠিতে জনপ্রসাশন সচিবকে এ অনুরোধ জানিয়েছে।

বরাবরই জাতীয় নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকে।