ওকলা টেস্টে ঢাকায় ‘সর্বোচ্চ ডাউনলোড গতি’ রবির

ইন্টারনেটের গতি পরীক্ষা ও বিশ্লেষণের প্রতিষ্ঠান ওকলার তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর সময়ে ঢাকায় রবি নেটওয়ার্কের গ্রাহকরা ডেটা ডাউনলোডে সর্বোচ্চ গতি পেয়েছেন বলে দাবি করেছে এই মোবাইল অপারেপর। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2018, 04:10 PM
Updated : 17 Dec 2018, 04:10 PM
রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকে করা ওকলার স্পিডটেস্ট অনুযায়ী ঢাকা বিভাগে অন্যান্য অপারেটরের তুলনায় ধারাবাহিকভাবে সর্বোচ্চ ডাউনলোড স্পিড দিয়েছে তারা।

এই অর্জন উদযাপন করতে বিশেষ অফার দিচ্ছে রবি। যে কোনো রবি নম্বর থেকে ১২৯ টাকা রিজার্চ করলে ৭ দিন মেয়াদী ৬ জিবি ডেটা (৩জিবি যে কোনো এবং ৩ জিবি ৪.৫ জি ডেটা) উপভোগ করতে পারবেন গ্রাহকরা। 

রবি বলছে, দেশে ৪.৫জি চালুর প্রথম দিনই ৬৪টি জেলায় এ সেবা পৌঁছে দিতে পেরেছে তারা। ৭ হাজার ৩০০টির বেশি ৪.৫জি সাইটের মাধ্যমে দেশের ৯৯ শতাংশের বেশি থানায় নেটওয়ার্ক সম্প্রসারিত করেছে রবি।