মালদ্বীপে রপ্তানি হচ্ছে ড্যান কেক

মালদ্বীপের বাজারে ড্যান কেক রপ্তানি শুরু করেছে ডেন ফুডস লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2018, 12:23 PM
Updated : 12 Dec 2018, 12:24 PM

সম্প্রতি ডেন ফুডস লিমিটেড ও মিয়ানজ প্রাইভেট লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডেন ফুডস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা ফিরোজ আহমেদ এবং মিয়ানজ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আহমেদ মোত্তাকি চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ডেন ফুডস লিমিটেডের হেড অফ মার্কেটিং মিনহাজ হোসেন।

ফিরোজ আহমেদ বলেন, নেপালের পর ড্যান কেক এখন থেকে মালদ্বীপে রপ্তানি করা হবে।

“এটি আমাদের জন্য অত্যন্ত খুশির খবর।এই চুক্তির মাধ্যমে আমরা আমাদের অর্থনীতিতে অবদান রাখতে পারব। আমরা ড্যান কেকের পণ্য এশিয়ার অন্যান্য দেশগুলোতেও রপ্তানি করতে চাই।"

মালদ্বীপের গুরুত্বপূর্ণ বিপনিবিতান এবং খুচরা দোকানে এখন ড্যান কেকের সব পণ্য পাওয়া যাবে বলে জানান তিনি।

“মালদ্বীপে রপ্তানির সুযোগ তৈরি হওয়ায় দেশে ড্যান কেকের বিনিয়োগ বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। প্রচুর মানুষের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে।”