ডিজিটাল আর্থিক সেবা দিতে রবি-নগদ চুক্তি

ডিজিটাল আর্থিক সেবা প্রসারের লক্ষ্যে বাংলাদেশ ডাক বিভাগের সেবা ‘নগদ’-এর সঙ্গে চুক্তি করেছে রবি আজিয়াটা লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2018, 11:21 AM
Updated : 12 Dec 2018, 02:48 PM
সম্প্রতি এ দুটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হয়েছে বলে নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রবি আজিয়াটা লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ এবং ‘নগদ’ এর পক্ষে থার্ড ওয়েভ টেকনলজিস লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক রেজাউল হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশের প্রথম এবং সর্বজনীন ডিজিটাল আর্থিক সেবার মাধ্যম হিসেবে ‘নগদ’ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে। এটি প্রথাগত ব্যাংকিং খাতের আওতার বাইরে থাকা জনগণকে আর্থিক সেবায় অন্তর্ভুক্তির মাধ্যমে জীবনমান উন্নয়নে অবদান রাখবে বলে  বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে রবি আজিয়াটা লিমিটেডের প্রধান ডিজিটাল সেবা কর্মকর্তা শিহাব আহমাদ দেওয়ান নাজমুল হাসান, নগদ-এর পক্ষে থার্ড ওয়েভ টেকনলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক,প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সাদাত আদনান আহমাদসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।