সিলেটে ‘ইবিএল এডুপে’ সেবার উদ্বোধন

সিলেট রয়্যাল ইন্সটিটিউট অব স্মার্ট এডুকেশন ক্যাম্পাসে ‘ইবিএল এডুপে’ সেবা চালু করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2018, 01:03 PM
Updated : 11 Dec 2018, 01:03 PM

মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের টিউশন ফি সংগ্রহের জন্য এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধনের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইবিএল এডুপে চালুর মাধ্যমে রয়্যাল এডুকেয়ার লিমিটেডের অধীনে থাকা রয়্যাল ইন্সটিটিউট অব স্মার্ট এডুকেশন এবং ইউরোকিডস ইন্টারন্যাশনালের শিক্ষার্থীদের অভিভাবকরা সন্তানদের টিউশন ফি সহজে জমা দিতে পারবেন।

ইবিএল এডুপে ওয়েবপোর্টালের মাধ্যমে যেকোন ভিসা, মাস্টারকার্ড কিংবা ডাইনার্স ক্লাব ইন্টারন্যাশনাল কার্ডের সাহায্যে ফি পরিশোধ করা যাবে বলে জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংকের ডিজিটাল পেমেন্ট বিভাগের প্রধান আমিন মো. মেহেদী হাসান, চৌহাট্টা শাখা ব্যবস্থাপক চৌধুরী তামান হাসিব, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মীর রেহান ইমতিয়াজ, রয়্যাল এডুকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রাব্বানী ও রয়্যাল ইন্সটিটিউট অব স্মার্ট এডুকেশনের অধ্যক্ষ জেসন বেক অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।