কেয়ারের সৌহার্দ্য প্রকল্পের টাকা যাবে বিকাশে

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সৌহার্দ্য-৩ প্রকল্পে অনুদানের টাকা উপকারভোগীদের কাছে পাঠাতে বিকাশের সঙ্গে একীভূত হয়েছে কেয়ার বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2018, 12:57 PM
Updated : 11 Dec 2018, 12:57 PM

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সৌহার্দ্য-৩ প্রকল্পে অনুদানের টাকা উপকারভোগীদের কাছে পাঠাতে বিকাশের সঙ্গে একীভূত হয়েছে কেয়ার বাংলাদেশ।

মঙ্গলবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই প্রতিষ্ঠানের সঙ্গে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক হওয়ার কথা জানানো হয়।

বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ ও কেয়ারের স্ট্রেনদিনিং হাউজহোল্ড অ্যাবিলিটি টু রেসপন্ড টু  ডেভলপমেন্ট অপারটুনিটিস(  সৌহার্দ্য -৩) প্রকল্পের চিফ অব পার্টি ওয়াল্টের মাওসাঁ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

বিকাশের কর্মাশিয়াল ডিভিশনের জেনারেল ম্যানেজার এটিএম মাহবুব আলম, ডেপুটি জেনারেল ম্যানেজার মেহমুদ আশিক ইকবাল, সিনিয়র কি অ্যাকাউন্ট ম্যানেজার সোমেল রেজা খান ও কেয়ার বাংলাদেশের সৌর্হাদ্য-৩ এবং অন্যান্য প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির ফলে সৌহার্দ্য প্রকল্পের ১০ হাজার পরিবার বিশেষ করে যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই বা ব্যাংকিং সেবার বাইরে আছেন তারা সহজেই অনুদানের অর্থ তাদের বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাবেন।