এডিএন টেলিকমের এজিএম অনুষ্ঠিত

বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এডিএন টেলিকম লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2018, 11:04 AM
Updated : 4 Dec 2018, 01:07 PM

মঙ্গলবার রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে খুব শিগগিরই পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাওয়া এই প্রতিষ্ঠানের এজিএম হয়।

এডিএন টেলিকমের চেয়ারম্যান আসিফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন, পরিচালক মইনুল ইসলাম, ওয়াকার আহমদ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক গোলাম রসুলসহ শেয়ারহোল্ডার এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, বিগত কয়েক বছর ধরে এডিএন টেলিকম নিরবিচ্ছিন্ন ওয়্যারলেস, ফাইবার এবং স্যাটেলাইটের মাধ্যমে দেশে ও বিদেশে সাফল্যের সঙ্গে নিরাপদ ডাটা, ভয়েস এবং ইন্টারনেট সেবা নিশ্চিত করে আসছে ।।

সভায় প্রতিষ্ঠানটির গত অর্থবছরের উল্ল্যেখযোগ্য সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনাসহ ব্যবসায়িক বিভিন্নদিক নিয়ে উপস্থিত শেয়ারহোল্ডারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, গত ২০১৭-১৮ অর্থবছরে এডিএন টেলিকমের নিট মুনাফা (কর পরবর্তী) ২০১৬-১৭ অর্থবছরের চেয়ে প্রায় ১৩ শতাংশ বেড়েছে।

নিট রাজস্ব বেড়েছে ১১ শতাংশের মতো। আর কর পূর্ববর্তী মুনাফা বেড়েছে ১৬ দশমিক ৬০ শতাংশ।

সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়।

এডিএন টেলিকম খুব শিগগিরই বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে বলে সভায় জানানো হয়।