লোটোর ফ্র্যাঞ্চাইজ সম্মেলন

ইটালিয়ান জুতার ব্র্যান্ড লোটো বাংলাদেশের ২০১৮ সালের ফ্যাঞ্চাইজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2018, 01:03 PM
Updated : 3 Dec 2018, 01:03 PM

সোমবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি ঢাকার একটি হোটেলে এ আয়োজনের কথা জানানো হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া সারা দেশের লোটো ফ্র্যাঞ্চাইজরা বিগত বছরের সাফল্য-ব্যর্থতা এবং আগামী বছরের লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা করেন।

ফ্যাঞ্চাইজ মিটে লোটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম বলেন, “আমাদের ফ্র্যাঞ্চাইজগণ বাংলাদেশে লোটোর কার্যক্রম সাফল্যের সঙ্গে পরিচালনা করছে এবং লোটোর ব্যবসা সম্প্রসারণে তাদের ভূমিকা অপরিসীম।”

গ্রাহকের মনোভাব বুঝে কাজ করার অঙ্গীকার করে তিনি বলেন, “গ্রাহকই ব্যবসার মূল চালিকা শক্তি। তাদের পছন্দ-অপছন্দের মূল্যায়ন করতে হবে, তবেই কাঙ্খিত সাফল্য অর্জন সম্ভব হবে।”

কাজী জামিল বলেন, “ইটালিয়ান স্পোর্টস এন্ড লাইফস্টাইল ব্র্যান্ড লোটো বিগত আট বছর ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে আসছে। সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বাৎসরিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন লোটো বাংলাদেশের মার্কেটিং কনসালটেন্ট কাজী জাভেদ ইসলাম।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানের পাশাপাশি অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে লোটোর ১৫০টির বেশি আউটলেট রয়েছে।