কৃষির উন্নয়নে শেকৃবি-সিনজেনটার চুক্তি

কৃষি খাতের উন্নয়নে সমঝোতা চুক্তি করেছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এবং সিনজেনটা বাংলাদেশ লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2018, 02:13 PM
Updated : 2 Dec 2018, 02:13 PM

রোববার বিকালে শেকৃবির প্রশাসনিক ভবনের উপাচার্য কনফারেন্স কক্ষে এ চুক্তি হয়।

বিশ্ববিদ্যালয়টির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শস্য সংরক্ষণ, বীজ উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তরের উদ্দেশ্যে এই চুক্তি হয়েছে।

শেকৃবির পক্ষ থেকে উপাচার্য  অধ্যাপক কামাল উদ্দিন আহাম্মদ এবং সিনজেনটার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এ এম এম গোলাম তৌহিদ চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য  অধ্যাপক সেকেন্দার আলী, ট্রেজারার অধ্যাপক আনোয়ারুল হক বেগ, সিনজেনটা হেড অব ক্রপ প্রোটেকশন ডেভেলপমেন্ট মাহবুব রহমান।

সুইজারল্যান্ডভিত্তিক কৃষিপণ্য বিপণন ও সেবাদাতা প্রতিষ্ঠান বাংলাদেশে যাত্রা শুরু করে ২০০০ সালে।

নোভার্টিজ এগ্রিবিজনেস এবং এষ্ট্রাজেনেকা অ্যাগ্রো কেমিকেলস একত্রিত হয়ে সিনজেনটা বাংলাদেশ নাম ধারণ করে ২০০০ সালে যাত্রা শুরু করে।