চট্টগ্রাম বন্দরে এক দিনে সর্বোচ্চ কন্টেইনার ওঠানামা

চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি মিলিয়ে শনিবার ১১ হাজার ৪৬ টিইইউ (টোয়েন্টি ফিট ইক্যুইভেলেন্ট ইউনিট) কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, যা এক দিনের হিসেবে রেকর্ড।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2018, 08:45 AM
Updated : 2 Dec 2018, 08:45 AM

বন্দর সচিব মো. ওমর ফারুক রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, এর আগে গত ২২ সেপ্টেম্বর একদিনের হিসেবে সর্বোচ্চ ১০ হাজার ৪৩২ টিইইউ কন্টেইনার ওঠানামা হয়েছিল।

নভেম্বর মাসে আমদানি-রপ্তানি মিলিয়ে মোট দুই লাখ ৬৫ হাজার ১৬৫ টিইইউ কন্টেইনার হ্যান্ডলিং হয় চট্টগ্রাম বন্দরে। মাসের হিসেবে এটা এ যাবতকালের সর্বোচ্চ।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ছয়টি গ্যান্ট্রি ক্রেইন কাজ শুরু করার পর কন্টেইনার ওঠানামা বেড়েছে। বন্দরে প্রতিটি জাহাজের গড় অবস্থানকালও কমে আসছে।  

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের অধিকাংশ কন্টেইনার চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে পরিবহন করা হয়।