এসিআই মটরসের নতুন পাওয়ার টিলার

জমি গভীরভাবে চাষের জন্য এসিআই মটরস বাজারে নিয়ে এসেছে আর২৮ মডেলের পাওয়ার টিলার; এটি জমির চাষ বাড়াবে দেড়গুণ আর তেল খরচ কমাবে ৭ শতাংশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2018, 12:44 PM
Updated : 29 Nov 2018, 12:44 PM

এসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাষের জন্য ২৮ টি ফলা বা লাঙ্গল থাকায় জমির ৫-৭ ইঞ্চি গভীরে চাষ করা যায়। এতে শক্ত স্তর ভেদ করে উর্বর চাষ ও অধিক ফলন পাওয়া সম্ভব। আর যন্ত্রটি ২৫ অশ্বক্ষমতাসম্পন্ন ইঞ্জিন চালিত হওয়ায় তেল খরচ কমবে প্রায় ৭ শতাংশ।

১ লাখ ৫৫ হাজার টাকায় পাওয়ার টিলারটি পাওয়ার যাবে এসিআই মটরসের সব ডিলার শো-রুমে।

এসিআই মটরসের পরিচালক (সার্ভিস এ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট) আসিফ উদ্দীন জানান,অন্যান্য পাওয়ার টিলার ১৮ ফলায় ৬০০ মিলিমিটার সারি ধরে চাষ করলেও আর২৮ মডেলের পাওয়ার টিলার ২৮ ফলায় ৯০০ মিলিমিটার সারি চাষ করতে সক্ষম। তাই এতে জমি চাষ দেড় গুন বেশি করা সম্ভব।

“অন্যান্য পাওয়ার টিলার যেখানে প্রতি লিটার ডিজেলে ২৬ শতক চাষ হয়,আর ২৮ মডেলের পাওয়ার টিলার সেখানে চাষ করে ২৮ শতক জমি।”