অ্যাপে চিকিৎসাসেবা দেবে জাইসা গ্রুপ-কোডঅ্যারো

অ্যাপ ভিত্তিক মেডিকেল সেবা দিতে একসঙ্গে মিলেছে জাইসা গ্রুপ ও কোডঅ্যারো লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2018, 03:59 PM
Updated : 28 Nov 2018, 04:39 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি ঢাকার গুলশানে এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই হওয়ার কথা জানানো হয়।

জাইসা গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান ও কোডঅ্যারোর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সারওয়ার রহমান চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, নতুন এই অ্যাপের সার্বিক পরিচালনার দায়িত্বে থাকবে জাইসা গ্রুপ। অন্যদিকে কোডঅ্যারোর প্রযুক্তি ও বিপণন সহযোগী হিসেবে কাজ করবে।

চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাইসা গ্রুপের কনসালটেন্ট আবুল কালাম, কোডঅ্যারো লিমিটেডের পরিচালক রায়হানুর রহমান পীর, পরিচালক মহিউদ্দিন মারুফ ও ভাইস প্রেসিডেন্ট আজিজুল হক শিপলু উপস্থিত ছিলেন।

জাইসা গ্রুপ তৈরি পোশাক ও আবাসন খাতের ব্যবসায় জড়িত। আর দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ডিজিটাল সার্ভিস ও প্রোডাক্ট ডেভেলপমেন্ট, টেলিকমিউনিকেশন, অ্যাডভারটাইজিং ও আইএসপি ব্যবসা পরিচালনা করে আসছে কোডঅ্যারো।