অনলাইনে হালদা ভ্যালির চা বেচবে ‘সিন্দাবাদ’

হালদা ভ্যালি টি কোম্পানির পণ্য অনলাইনে বিক্রিতে প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ই-কমার্স সাইট সিন্দাবাদ ডটকম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2018, 03:17 PM
Updated : 28 Nov 2018, 03:17 PM

বুধবার দুই প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি রাজধানীর বনানীতে সিন্দাবাদ ডটকমের কর্পোরেট অফিসে এ চুক্তি সই হওয়ার কথা জানানো হয়।

চুক্তির আওতায় হালদা ভ্যালি টি কোম্পানির সব পণ্যের ই-কমার্স ডিস্ট্রিবিউটর হবে সিন্দাবাদ ডটকম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্দাবাদ ডটকমের ছয় হাজারের অধিক পণ্যের পাশাপাশি হালদা ভ্যালি টি কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের চাও সহজে পাওয়া যাবে। তাদের ব্র্যান্ডের মধ্যে ড্রাগন ওয়েল গ্রিন টি, সিলভার নিডেল হোয়াইট টি ও গোল্ডেন আই ব্রো টি রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হালদা ভ্যালি টি কোম্পানির পরিচালক শামীম খান, সিন্দাবাদ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা জীশান কিংশুক হক, চিফ অপারেটিং অফিসার বিবেক শর্মা ও সিনিয়র ম্যানেজার রেজাউল আলম ভূইয়া, হালদা ভ্যালি টি কোম্পানির ব্র্যান্ড ম্যানেজার আজমাঈন রহমান ও অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ড্রাগন ওয়েল গ্রিন টি বিশ্বের সর্বাধিক জনপ্রিয় গ্রিন টি’র অন্যতম। এই চা খুব ব্যয়বহুল এবং সর্বোৎকৃষ্ট মানের গ্রিন টি হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত। এই চায়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর চা পাতা একাধিকবার ব্যবহার করা যায়।

চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত পিএনএল হোল্ডিংসের অঙ্গপ্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশে ড্রাগনওয়েল গ্রিন টি উৎপাদন করে আসছে।