গুলশান ক্লাবের সদস্যদের থাইরোকেয়ারে ২৫% ছাড়

গুলশান ক্লাবের সদস্যরা থাইরোকেয়ারে স্বাস্থ্য সেবায় ২৫ শতাংশ ছাড় পাবেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2018, 04:15 PM
Updated : 20 Nov 2018, 04:15 PM

সোমবার ক্লাবটির সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি করেছে থাইরোকেয়ার বাংলাদেশ লিমিটেড।

চুক্তির আওতায় গুলশান ক্লাবের সব সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা থায়রোকেয়ারে স্বাস্থ্য পরীক্ষায় বছর জুড়ে ২৫ শতাংশ ছাড় পাবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার থায়রো কেয়ারের চীফ অপারেটিং অফিসার (সিওও) রোনাল্ড মিকি গোমেজ এবং গুলশান ক্লাবের পরিচালক (প্রশাসন) মতিউর রহমান চৌধুরী নিজ নিজ প্রতিষ্টানের পক্ষে চুক্তিতে সই করেন।

এই চুক্তির ফলে গুলশান ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অফিস বা বাড়িতে বসে পরীক্ষার জন্য রক্ত দিতে পারবেন এবং রিপোর্ট পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে থাইরোকেয়ার বাংলাদেশ লিমিটেডের শীর্ষ কর্মকর্তা এবং গুলশান ক্লাবের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

থাইরোকেয়ার বাংলাদেশ আন্তর্জাতিকমানের ডায়াগনস্টিক সেবা দিয়ে থাকে।