শীতে ২ লাখ ভ্যাসলিন বিতরণ

শীতে ২ লাখ দরিদ্র্য মানুষকে বিনামূল্যে পেট্টোলিয়াম জেলি-ভ্যাসলিন বিতরণ করা হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2018, 02:45 PM
Updated : 20 Nov 2018, 02:47 PM

সুবিধাবঞ্চিত এলাকার মানুষের ত্বকের সুস্থতায় প্রতিবারের মত এবারও সহযোগিতার হাত বাড়িয়েছে ইউনিলিভার। এবার দুই লাখ মানুষের মধ্যে ভ্যাসলিন পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ভ্যাসলিন ২০১৬ সাল থেকে পরিচালনা করছে ‘ভ্যাসলিন হিলিং প্রজেক্ট’।প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত এলাকার মানুষের ত্বকের সুস্থতা নিশ্চিত করার কাজ করে ভ্যাসলিন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই প্রকল্পের অংশ হিসেবে সম্প্রতি বগুড়ায় এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সুবিধাবঞ্চিতদের মাঝে ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি বিতরণ করা হয় এবং তাদের ত্বক সংক্রান্ত সমস্যা সমাধানে হেল্থ ক্যাম্প গঠন করা হয়।

ইউনিলিভারের এই কার্যক্রমের এনজিও পার্টনার টিএমএসএসের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের শুভেচ্ছা দূত অভিনেত্রী বিপাশা হায়াত।

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, ভ্যাসলিন হিলিং প্রজেক্টের মাধ্যমে গত দু’বছরের মতো এবারও উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের ত্বকের সুস্থতার জন্য ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ডোনেট করার উদ্যোগ নেওয়া হয়েছে।

২০১৬ সালে ৫০ হাজার এবং ২০১৭ সালে এক লাখ ৮০ হাজার ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি বিতরণ করা হয়।