লোটো স্পোর্ট প্রেসিডেন্ট ঢাকায় আসছেন

লোটো স্পোর্ট ইতালিয়ার প্রেসিডেন্ট আন্দ্রেয়া তোমাত ঢাকায় আসছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2018, 01:51 PM
Updated : 20 Nov 2018, 01:51 PM

বুধবার সকালে দুই দিনের সফরে তিনি ঢাকায় আসবেন বলে প্রতিষ্ঠানের বাংলাদেশ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আন্দ্রেয়া তোমাত লোটো স্পোর্ট ইটালিয়া এসপিএ-এর পাশাপাশি  স্টোনফ্লাই এসপিএ –এরও প্রেসিডেন্ট।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সফরে তোমাত বাংলাদেশে লোটোর সকল ব্যবসায়িক পার্টনার এবং লোটোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

এক সংবাদ সম্মেলনেও হাজির হবেন তিনি।

সবার সঙ্গেই তোমাত বাংলাদেশের জুতা এবং তৈরি পোশাক শিল্পের  ব্যবসার সফলতা ও সম্ভাব্য বাজারবৃদ্ধি নিয়ে কথা বলবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।।

আন্দ্রেয়া তোমাত ১৯৮২ সালে  ভেনিসের (ইতালি) কা ফোসকারি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

এরপর বেলুনোতে অবস্থিত মার্কিন বহুজাতিক কোম্পানি ইটন কর্পোরেশনে তার কর্মজীবন শুরু করেন।

পরে মিলানে তিনি দু বছর একটি ইতালিয়ান হোল্ডিং কোম্পানির কর্পোরেট অ্যাফেয়ার্স ম্যানেজমেন্টে হিসেবে কাজ করেন।

১৯৮৭ সালে তিনি ইতালিয়ান স্পোর্টস জগতের ঐতিহাসিক ব্র্যান্ড এবং একই সাথে ফুটবল ও টেনিস মার্কেটের মার্কেট লিডার লোটো এসপিএ তে  লাইসেন্সিং ম্যানেজার হিসেবে প্রথম ট্রেডমার্ক ব্যবহারের লাইসেন্সিং কার্যক্রম শুরু করেন এবং পরে প্রতিষ্ঠানের মার্কেটিং ডিরেক্টর হিসেবে যোগদান করেন।

১৯৯৩ সালে আন্দ্রেয়া তোমাত লোটো গ্রুপের একটি প্রতিষ্ঠান স্টোনফ্লাই এসপিএ- এর সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর ১৯৯৮ সালে তিনি স্টোনফ্লাই এসপিএ এর প্রেসিডেন্ট এবং ১৯৯৯ সালে লোটোর প্রেসডিন্ট ও সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

আন্দ্রেয়া তোমাত সবসময়ই নতুন এবং ভিন্ন ধারার সব ডিজাইনের উদ্ভাবন নিয়ে কাজ করতে পছন্দ করেন। বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে তার যথেষ্ট ভূমিকা রয়েছে।

ফুটবল থেকে স্কী সব খেলাধুলা সম্পর্কে তার যথেষ্ট আগ্রহ রয়েছে এবং তিনি খেলাধুলাকে জীবনের অনুশীলন শিল্প হিসেবে বিবেচনা করেন এবং অনুশীলন করেন।

তিনি সেলস, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং মার্কেটিংয়ের দক্ষ একজন কর্মী হিসেবে নিজেকে প্রমান করেছেন।

২২ নভেম্বর রাতে তিনি ঢাকা ছাড়বেন।