অবৈধ ভিওআইপি: দুই মাসে বন্ধ টেলিটকের ৭৭ হাজার সিম

অবৈধ ভিওআইপি কল টার্মিনেশন প্রতিরোধে বিটিআরসির চলমান অভিযানে এ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের প্রায় ৭৭ হাজার ৫৯০টি সিম বন্ধ করে দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2018, 05:04 PM
Updated : 19 Nov 2018, 05:04 PM

সোমবার বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার টেলিটকের ৩৩ হাজার ৫৩৪টি সিম অবৈধ ভিওআইপি কল টার্মিনেশনে ব্যবহৃত হওয়ার প্রমাণ পাওয়ার পর সেগুলো বন্ধের নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থার এনফোর্সমেন্ট অ্যান্ড ইনসপেকশন ডিরেক্টরেট।

তার আগে গত ১১ অক্টোবর একই কারণে টেলিটকের ৪৪ হাজার ৫৬টি সিম বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে বিটিআরসি। 

গত অক্টোবরে বিটিআরসি জানিয়েছিল, বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন শুরু হলেও দেশে প্রতিদিন আনুমানিক আড়াই কোটি মিনিট অবৈধ ভিওআইপি কল হচ্ছে এবং এ কাজে রাষ্ট্রায়াত্ত অপারেটর টেলিটকের সিম সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অবৈধভাবে আন্তর্জাতিক কল আদান-প্রদান দণ্ডনীয় অপরাধ।