শুরু হলো তীর জাতীয় যুব আরচ্যারি চ্যাম্পিয়নশিপস

সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় গাজীপুরে শুরু হলো ‘তীর ২য় জাতীয় যুব আরচ্যারি চ্যাম্পিয়নশিপস-২০১৮’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2018, 09:43 AM
Updated : 19 Nov 2018, 09:43 AM

সোমবার সকালে টঙ্গির শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে আরচ্যারি প্রশিক্ষণ কেন্দ্রে দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সিটি গ্রুপের ‘তীর গো ফর গোল্ড’ প্রজেক্টের আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

রোববার এই প্রতিযোগিতা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সিটি গ্রুপের মার্কেটিং ম্যানেজার ফারজানুল হক বলেন, তীর আরচ্যারি ফেডারেশনের উন্নয়ন ও সফলতার জন্য আরো এগিয়ে নেয়ার লক্ষ্যে সবসময় পাশে থাকবে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিটি গ্রুপের সিনিয়র ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার রুবাইয়াত আহমেদ, বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সহ-সভাপতি আনিসুর রহমান এবং সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।