বিপণন শিল্পের আধুনিকায়ন নিয়ে সম্মেলন

খুচরা বিপণন পেশাদারদের মাঝে দক্ষতা ও জ্ঞানের উৎকর্ষতা সাধনের জন্য তৃতীয়বারের মত অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল কংগ্রেস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2018, 02:36 PM
Updated : 17 Nov 2018, 02:36 PM

শনিবার রাজধানীর লো মেরিডিয়ানে স্বপ্নের পরিবেশনায় এবং লোটোর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই সম্মেলন আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘বাংলাদেশে বিপণন শিল্পের আধুনিকায়ন।’

অনুষ্ঠানটিতে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পর্যায় থেকে রিটেইল বিশেষজ্ঞ এবং বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিরা সম্মেলনে অংশ নেন বলে ব্র্যান্ড ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যান্ড ফোরামের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম  বলেন, রিটেইল কংগ্রেস এমনভাবে সাজানো একটি প্ল্যাটফর্ম যা বাংলাদেশের খুচরা বিপণন শিল্পকে প্রযুক্তিনির্ভর যুগের জন্য প্রস্তুত হতে কৌশলগত দিক নির্দেশনা, জ্ঞান বিতরণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে সাহায্য করবে।

এসিআই লজিস্টিকস এর বিজনেস ডিরেক্টর সোহেল তানভির খান বলেন, বাংলাদেশের আধুনিক খুচরা বিপণন শিল্পকে এগিয়ে নেয়ার জন্য সবাইকে একত্রে কাজ করতে হবে।

দিনব্যাপী এ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে পণ্য বিপণনের আধুনিকায়ন নিয়ে বক্তারা তাদের মতামত তুলে ধরেন।