পপুলার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান পপুলার ডায়াগনোস্টিকস সেন্টার লিমিটেডের সঙ্গে টেলিনর হেলথ এক চুক্তি করেছে।
Published : 15 Nov 2018, 07:38 PM
চুক্তি অনুযায়ী,পপুলার ডায়াগনোস্টিকস সেন্টার গ্রামীণফোন গ্রাহকদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা টনিক সদস্যদের স্বাস্থ্যসেবা গ্রহণে আকর্ষণীয় সুবিধা প্রদান করবে।
সম্প্রতি টেলিনর হেলথ কার্যালয়ে এ চুক্তি সই হয় বলে টেলিনরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চুক্তি সই অনুষ্ঠানে টেলিনর হেলথের স্ট্র্যাটেজিক পার্টনারশিপসের সিনিয়র এক্সিকিউটিভ শিফাত ইবনে জামান, পপুলার ডায়াগনোস্টিকস সেন্টারের আইসিটি ম্যানেজার মোহাম্মদ আরিফ, বিপণন বিভাগের অ্যাসিসটেন্ট ম্যানেজার জিয়াউল হক ফারুক, বিপণন বিভাগের মহাব্যবস্থাপক আফজাল হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া টেলিনর হেলথের পার্টনারশিপ অ্যান্ড বিটুবির হেড অব লয়্যালটি মোহাম্মদ মবিদুর রহমান, প্রতিষ্ঠানটির প্রোডাক্ট অ্যান্ড প্রোপোজিশনস ম্যানেজার শামসুল আশেকিন, বিপণন প্রধান তৌহিদুল আলম এবং প্রতিষ্ঠানটির পার্টনারশিপস অ্যান্ড লয়্যালটি ম্যানেজার তৌফিক হাসান উপস্থিত ছিলেন।
টেলিনর হেলথ গ্রামীণফোনের সাথে একযোগে কাজ করছে। গ্রামীণফোনের গ্রাহকরা বিনামূল্যে টনিকের সুবিধা ভোগ করতে পারেন।