পোশাক শ্রমিকদের সন্তানদের বৃত্তি

পোশাক শ্রমিকের সন্তানদের জন্য মেধাবৃত্তি ও অসুস্থ শ্রমিকদের চিকিৎসার জন্য বিশেষ বরাদ্দ হস্তান্তর শুরু করেছে কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ তহবিল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2018, 04:50 PM
Updated : 14 Nov 2018, 04:50 PM

বুধবার বিজিএমইএ ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই হস্তান্তর শুরু হয়।

এদিন বিজিএমইএ ও বিকেএমইএর ৫৭ জন অসুস্থ শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয় সহায়তার চেক। আর ৭৭ জন শ্রমিকের সন্তানদের হাতে তুলে দেওয়া হয় জনপ্রতি ২০ হাজার টাকার চেক।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক, বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান চেকগুলো হস্তান্তর করেন।

ভবিষ্যতে মোবাইল মানি ট্রান্সফার সার্ভিস শিওরক্যাশের মাধ্যমে এ ধরনের সহায়তার অর্থ পাঠানো হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, বিকেএমইএর প্রথম সহ-সভাপতি মনসুর আহমদ,  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান এবং জাতীয় শ্রমিক লীগ সভাপতি শুক্কুর মাহামুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।