ফারমার্স ব্যাংকের কর্মকর্তাদের প্রশিক্ষণ

কর্মকর্তাদের সঙ্গে গ্রাহকদের দূরত্ব কমাতে এবং যোগাযোগ দক্ষতা বাড়াতে ফারমার্স ব্যাংক লিমিটেডের ঋণ বিভাগের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2018, 12:48 PM
Updated : 12 Nov 2018, 12:48 PM

সোমবার ব্যাংকটির ঋণ বিভাগের ১৫২ জন কর্মকর্তাদের নিয়ে দুই দিনের এই প্রশিক্ষণ শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মিরপুরের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এহসান খসরু।

তিনি বলেন, “প্রযুক্তির সাথে তাল মিলিয়ে গ্রাহকদের সর্বোচ্চ সেবার নিশ্চয়তা দিতে হবে। গ্রাহকদের নির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করতে হবে শতভাগ দক্ষতা দিয়ে।”

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।