সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে বিকাশের কর্মশালা

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে এজেন্ট ও ডিস্ট্রিবিউটরদের নিয়ে কর্মশালা করেছে বিকাশ লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2018, 12:41 PM
Updated : 8 Nov 2018, 12:41 PM

বৃহস্পতিবার মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিকাশ এজেন্টদের করণীয়, পুলিশের সঙ্গে তাদের যোগাযোগ, এ ধরনের কাজের ঝুঁকি এবং বিকাশ ও পুলিশ বাহিনীর যৌথ কাজের ক্ষেত্র সম্পর্কে কর্মশালায় আলোচনা করা হয়।

কর্মশালায় অন্যদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, বিকাশের হেড অব এক্সর্টানাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম বক্তব্য দেন।

মোজাহিদুল ইসলামকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে এ ধরনের একটি কর্মশালা বিকাশ এজেন্টদের মোবাইল ফিনান্সিয়াল সেবার নানামুখী অপব্যবহার রোধে সচেতন করবে।”

ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন জেলায় বিকাশ এ ধরনের সচেতনা কার্যক্রম চালাচ্ছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।