আইএফসির দুটি পুরস্কার পেল ইবিএল

ইস্টার্ণ ব্যাংকের আইএফসি গ্লোবাল অ্যাওয়ার্ড অর্জন

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2018, 12:23 PM
Updated : 8 Nov 2018, 12:23 PM
বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরশন (আইএফসি) বাংলাদেশের ইস্টার্ণ ব্যাংক লিমিটেডকে (ইবিএল) দুটি পুরস্কার দিয়েছে।

পুরস্কার দুটি হচ্ছে ২০১৭ বেস্ট ইস্যুয়িং ব্যাংক পার্টনার- সাউথ এশিয়া এবং ২০১৭ বেস্ট ট্রেড অপারেশন্স ব্যাংক পার্টনার- সাউথ এশিয়া।

বৃহস্পতিবার ইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের বেসরকারি খাতের এই ব্যাংকটি এর আগেও আইএফসির কয়েকটি পুরস্কার লাভ করেছে। যার মধ্যে রয়েছে বেস্ট পার্টনার ফর ওয়ার্কিং ক্যাপিটাল সিস্টেমিক সল্যুশন্স, মোস্ট অ্যাক্টিভ জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া, মোস্ট অ্যাক্টিভ ইস্যুয়িং ব্যাংক ইন এগ্রি বিজনেস এবং বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া।

আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিস রেটিং প্রাপ্ত দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ইবিএল গ্রাহকদের আন্তর্জাতিক ট্রেড এবং ওভারসিজ বিজনেস ইউনিট (ওবিইউ) ব্যবসায় সহায়তা প্রদানের লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ আইএফসির সঙ্গে যৌথভাবে কাজ করে যাচ্ছে।

এছাড়াও ইবিএল উদ্ভাবনী পণ্য ও সেবা, বৈদেশিক বিনিয়োগ এবং কারবারী ব্যবসার উন্নয়নে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।