রবির কর্পোরেট সেবা নেবে এ টি হক

মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) ব্যবহার করে রবির কর্পোরেট সেবায় যোগ হয়েছে ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান এ টি হক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2018, 11:00 AM
Updated : 8 Nov 2018, 11:00 AM

সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে চুক্তি হয়েছে বলে রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চুক্তির আওতায় এ টি হক রবির কর্পোরেট সল্যুশন, বিশেষ কলরেট, বিশেষ ডেটা বোনাস প্যাক, ভয়েস সংযোগ এবং অন্যান্য ভ্যালু অ্যাডেড সেবা উপভোগ করতে পারবে। 

রাজধানীর গুলশানে হক গ্রুপ অফিসে এ টি হক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  আদম তমিজি হক এবং রবির প্রধান নির্বাহী কর্মকর্তা ( সিইও) মাহতাব উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় এ টি হক লিমিটেডের  চিফ ফিইন্যান্সিয়াল অফিসার বিপুল কুমার ভৌমিক, এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী তৌহিদুজ্জামান, হেড অব বিজনেস ডেভলপমেন্ট অ্যান্ড লজিস্টিক মোসফাকুর রহমান, হেড অব এইচআর সাইফুল হাসান, হেড অব এন্টারপ্রাইজ বিজনেস আদিল হোসেন নোবেল প্রমুখ উপস্থিত ছিলেন।