নিয়োগ-বদলিতে ব্যাংক পরিচালকদের সম্পৃক্ত করতে মানা

ব্যাংক কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি, বদলি, শাস্তিমূলক ব্যবস্থাসহ সব প্রশাসনিক কার্যক্রমে ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও পরিচালকদের সংশ্লিষ্টতায় নিষেধাজ্ঞা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2018, 06:16 PM
Updated : 22 Oct 2018, 06:16 PM

সোমবার দেশের সব নিবন্ধিত ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ-প্রধান নির্বাহীদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়।

এতে বলা হয়েছে, “নিয়োগ, পদোন্নতি, বদলি, শৃঙ্খলা ও শাস্তিমূলক ব্যবস্থা, প্রণোদনাসহ মানবসম্পদ উন্নয়ন সম্পর্কিত নীতি ও চাকরিবিধি পরিচালনা পর্ষদ কর্তৃক প্রণীত এবং অনুমোদিত হবে। অনুমোদিত চাকরিবিধির আওতায় নিয়োগ, পদোন্নতি, বদলি ও শাস্তিমূলক ব্যবস্থাসহ যাবতীয় প্রশাসনিক কার্যক্রমে পর্ষদের চেয়ারম্যান বা পরিচালকরা কোনোভাবেই সংশ্লিষ্ট হতে পারবেন না।”

বিভিন্ন পর্যায়ের নিয়োগ ও পদোন্নতির জন্য নির্বাচনী কমিটিগুলোতে পরিচালনা পর্ষদের কোনো সদস্য অন্তর্ভুক্ত হতে পারবেন না বলেও জানানো হয় নির্দেশনায়।