ইবিএলের ‘কার্ড প্রটেকশন’ প্ল্যান

গ্রাহকদের আর্থিক জরুরি অবস্থা মোকাবেলায় সহায়তা দিতে ‘কার্ড প্রটেকশন’ প্ল্যান চালু করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2018, 02:15 PM
Updated : 22 Oct 2018, 02:15 PM

সোমবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সেবার আওতায় একটি কলের মাধ্যমেই কার্ড ব্লক, ভ্রমণকালীন জরুরি সহায়তা, পূর্ণ ইন্টারনেট সুরক্ষা, জালিয়াতি প্রতিরোধসহ নানা সুবিধা পাবেন গ্রাহকরা।

ব্যাংকের প্রিপেইড, ডেবিট ও ক্রেডিট কার্ডধারী গ্রাহকরা এই সেবার আওতায় থাকবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যভিত্তিক সিপিপি গ্রুপ পিএলসির অঙ্গ প্রতিষ্ঠান সিপিপি গ্লোবাল অ্যাসিস্ট্যান্স বাংলাদেশ লিমিটেডের (সিপিপি) সহযোগিতায় এই সেবা চালু করা হয়েছে।

সম্প্রতি সিপিপির সাথে ইবিএলের এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার ও সিপিপি গ্লোবাল অ্যাসিস্ট্যান্স বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার দাউদ সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ইবিএল ও সিপিপির ওয়েবসাইটে কার্ড প্রটেকশন সদস্যপত্র পাওয়া যাচ্ছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এই সেবার আওতায় গ্রাহকরা ০৯৬১২-৬০০৪০০ নম্বরে কল করে ইবিএলের ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড ব্লক করতে পারবেন।

এই সুবিধা সপ্তাহের প্রতিদিন দিন-রাত ২৪ ঘণ্টা পাওয়া যাবে।

এছাড়াও সুরক্ষিত নেট ব্যাংকিংয়ের স্বার্থে ল্যাপটপ/ডেস্কটপের জন্য এক বছর মেয়াদী এফ-সিকিউর ইন্টারনেট সিকিউরিটি সাবস্ক্রিপশন, কার্ড এবং মোবাইল ওয়ালেটকে জালিয়াতি লেনদেন থেকে সুরক্ষার জন্য সৌজন্যমূলক সেবা ও ভ্রমণকালে কার্ড হারিয়ে গেলে দুই লাখ টাকা পর্যন্ত টিকেট এবং হোটেল বিল পরিশোধ সহায়তা সেবা পাবেন গ্রাহকরা।