স্যামসাং এসিতে ১৫ শতাংশ মূল্যফেরত

সব ধরনের এয়ার কন্ডিশনারে ১৫ শতাংশ ক্যাশব্যাক অফার দিচ্ছে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2018, 12:51 PM
Updated : 21 Oct 2018, 01:10 PM

এক টন, দেড় টন ও দুই টনের ইনভার্টার ও নন-ইনভার্টার- সব ধরনের এসি কেনায় এ অফার উপভোগ করতে পারবেন ক্রেতারা।

ক্যাশব্যাক অফারের ফলে ক্রেতারা ইনভার্টার এসি কিনতে পারবেন ৫৬,৮৬৫ টাকায় এবং নন-ইনভার্টার এসি কিনতে পারবেন মাত্র ৪৮ হাজার ৩৬৫ টাকায়। 

স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্যামসাং বলছে, তারা এই প্রথমবারের মতো ৮ পোলস ডিজিটাল ইনভার্টার এসি নিয়ে এসেছে।

‘বিদ্যুৎ সাশ্রয়ী’ এ এসিতে ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।

স্যামসাংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুতের ভোল্টেজ তারতম্য থেকে সুরক্ষায় স্যামসাং ইনর্ভাটার এসিতে রয়েছে ‘ভোল্টেজ ফ্লাকচুয়েশন প্রটেক্টর’। এছাড়াও এর অ্যান্টি করোসন ডুরাফিন এসিকে মরিচা ধরা থেকে প্রতিরোধ করবে। এর ডিজিটাল ৮ পোল ইনভার্টার মাত্র ত্রিশ মিনিটের মধ্যেই ঘর সম্পূর্ণ ঠাণ্ডা করবে।

আর এর সাথে রয়েছে এসির টু-স্টেপ কুলিং মোড। ঘর একবার নির্ধারিত তাপমাত্রায় পৌঁছালেই স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে এসি স্বয়ংক্রিয়ভাবে এর ‘কমফোর্ট কুল মোড’- এ পরিবর্তিত হবে।

নির্ধারিত তাপমাত্রায় পৌঁছাতে নন ইনভার্টার এয়ার কন্ডিশনারের সর্বোচ্চ গতিতে টার্বো মোডে চলে। এসির অত্যাধুনিক ফুল হাই-ডেনসিটি ফিল্টার নিশ্চিত করবে সজীব ও পরিষ্কার বাতাস। এর ফুল এইচডি ফিল্টারের বিশুদ্ধকরণ প্রক্রিয়া ছোট ধুলিকণাও দূর করবে।

স্যামসাং নন-ইনভার্টার এসির ‘গুড স্পিড মোড’ শোবার ঘরে সবসময় আরামদায়ক তাপমাত্রা নিশ্চিত করবে।

ক্রেতারা স্যামসাং এসির সাথে বিনামূল্যে পাবেন ১৬ ফুট কপার পাইপ।

এমনকি স্যামসাং বিনা খরচে এসি বাসায় পৌঁছে দিয়ে ইনস্টলও করে দেবে। প্রথাগত পেমেন্ট পদ্ধতির বাইরে গিয়েও ক্রেতারা এখন স্যামসাং এসি কিস্তিতেও কিনতে পারবেন এবং ৯ মাস মেয়াদে ০% ইনটারেস্টের সুবিধাও থাকছে।

ক্রেতারা দেশজুড়ে বিস্তৃত স্যামসাং স্মার্ট প্লাজা, ফেয়ার ইলেকট্রনিক্স, ট্রান্সকম ডিজিটাল, র‌্যাংগস ইলেকট্রনিক্স ও ইলেক্ট্রার আউটলেট থেকে স্যামসাং এসি কিনতে পারবেন।

অনুমোদিত ডিস্ট্রিবিউটর আউটলেট থেকেও এসি কেনায় এ অফার উপভোগ করতে পারবেন ক্রেতারা।