দারাজে অনলাইন মেলা ‘ইলেভেন ইলেভেন’

বিশ্বজুড়ে আলিবাবার একদিনের ক্যাম্পেইন ও অনলাইন মেলা ‘ইলেভেন ইলেভেন (১১.১১)’ এবার বাংলাদেশে নিয়ে এসেছে ই কমার্স কোম্পানি দারাজ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2018, 03:08 PM
Updated : 18 Oct 2018, 03:08 PM

নভেম্বর মাসের ১১ তারিখ এই অনলাইন মেলায় ২৪ ঘণ্টার জন্য ৮৩ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট থাকবে দারাজের পণ্যে।

বৃহস্পতিবার ঢাকার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে মেলা সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

আয়োজকরা জানান, ২০০৯ সালে প্রথম আলিবাবা ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন চালু করে এবং বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বড় অনলাইন কেনাকাটা উৎসব। এটি ‘অ্যামাজন প্রাইম ডে’ ক্যাম্পেইনটির তুলনায় ১৮ গুণ বড় ও ‘ব্ল্যাক ফ্রাইডে’র তুলনায় আড়াই গুণ বড়।

এই অনলাইন মেলার বিশেষ আকর্ষণ হল ১১ টাকায় ডিল, মিস্ট্রি বক্স, ডাবল টাকা ভাউচার, ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড ভাউচার, ব্যাংক ডিসকাউন্ট ইত্যাদি।

সংবাদ সম্মেলনে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদুল হক বলেন, “দারাজ অ্যাপ আপনার জন্য কী নিয়ে এসেছে, তা একবার বুঝে গেলে আপনি পরিষ্কারভাবে অনুভব করতে পারবেন ইলেভেন ইলেভেন এর আগের এবং পরের দারাজের মধ্যকার আকাশ-পাতাল পার্থক্য।

“এই ক্যাম্পেইনটি শুধু ডিল ও ছাড়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আমাদের সমগ্র ডিজিটাল ইকোসিস্টেমের মধ্যে আনবে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় পার্সোনালাইজেশন, বিনোদন, আকর্ষণীয় ডিল, সুরক্ষিত পেমেন্ট সমাধান এবং ৪ লাখেরও বেশি একটি পণ্যভাণ্ডার।”

১০ নভেম্বর রাত ১২টায় দারাজের সাইটে মেলাটি শুরু হয়ে ১১ তারিখ রাত ১২টায় শেষ হবে।