রাজধানীর গান ‘এয়ারটেল ঢাকা সং’

রাজধানীর সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে ঢাকার গান নিয়ে এল রবি আজিয়াটা লিমিটেডের এয়ারটেল ব্র্যান্ড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2018, 01:00 PM
Updated : 18 Oct 2018, 01:00 PM

বুধবার ‘এয়ারটেল বাজ’ ফেইসবুক পাতায় এই গানের ভিডিও আপলোড করা হয়।

রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গানটিতে ঢাকা শহরের মানুষের সঙ্গে বিশেষ সংযোগ স্থাপন করতে ঢাকার চিত্তাকর্ষক আঞ্চলিক ভাষা ও সংস্কৃতির ব্যবহার করা হয়েছে।

‘এয়ারটেল ঢাকা সং’ শিরোনামে গানটি কম্পোজ করেছেন সঙ্গীত শিল্পী আরাফাত মোহসিন নিধী। গেয়েছেন র‌্যাপ সঙ্গীত শিল্পী শাফায়াত হোসেন,  ‘ব্ল্যাক জ্যাং’ নামে পরিচিত আসিফুল ইসলাম সোহান প্রমুখ।  

ঢাকা শহরের ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থান, উৎসব ও খাদ্য সংস্কৃতি নিয়ে গানটি চিত্রায়ন করা হয়েছে।

এ উদ্যোগের মধ্যে দিয়ে ঢাকায় এয়ারটেল নেটওয়ার্কের সব বন্ধুদের সাথে সম্পর্ক আরো গভীর করাটাই ব্র্যান্ডটির লক্ষ্য, বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

এতে আরো বলা হয়, ইতোমধ্যে ফোরজি প্লাস নেটওয়ার্ক তৈরি করেছে এয়ারটেল। ব্র্যান্ডটি দেশের প্রতিটি অঞ্চলের জন্য চিত্তাকর্ষক আঞ্চলিক ভাষার গান রিলিজ করেছে। প্রতিটি আঞ্চলিক গানে স্থানীয় দর্শনীয় স্থান ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে যা ওইসব এলাকার মানুষের যাপিত জীবনের সঙ্গে জড়িয়ে আছে।

আগ্রহীরা  এয়ারটেল বাজ ইউটিউব চ্যানেল অনুসরণ করেও গানের ভিডিও দেখতে পারবেন।

রবি-এয়ারটেল একীভূতকরণের অংশ হিসেবে এয়ারটেলকে ব্র্যান্ড হিসেবে পরিচালিত করার অনুমোদন পেয়েছে রবি। ০১৬ নম্বর সিরিজ ব্যবহারকারী গ্রাহকরা এয়ারটেল ব্র্যান্ডের অন্তর্ভুক্ত।