ব্র্যাক-রকেটে চুক্তি

ডাচ-বাংলা ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের মধ্যে একটি চুক্তি হয়েছে, যার ফলে রকেটের একাউন্টধারী ও ব্র্যাক ব্যাংকের একাউন্টধারীরা আন্তঃলেনদেন করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2018, 02:58 PM
Updated : 17 Oct 2018, 02:58 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রকেট ডাক বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং কার্যক্রম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই চুক্তি স্বাক্ষরের ফলে ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা এখন তাদের অ্যাকাউন্ট থেকে রকেট অ্যাকাউন্টে বা রকেট অ্যাকাউন্ট থেকে ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করে আন্তঃব্যাংক লেনদেন সম্পন্ন করতে পারবেন।”

গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম ও অ্যাপ অথবা রকেটের ইউএসএসডি সিস্টেম ও রকেট অ্যাপ ব্যবহার করে এই সেবা নিতে পারবেন।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর এফ হোসেন এবং ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিনের উপস্থিতিতে ডাচ-বাংলা ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।

ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম এবং ডাচ-বাংলা ব্যাংকের এসইভিপি ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. আবুল কাশেম খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।