লাইফবয়ের ‘হাই-ফাইভ ফর হ্যান্ডওয়াশিং’ শুরু

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ‘হাই-ফাইভ ফর হ্যান্ডওয়াশিং’ ক্যাম্পেইন শুরু করেছে লাইফবয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2018, 01:03 PM
Updated : 17 Oct 2018, 01:03 PM

আগের বছরগুলোর মতোই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিলো প্রতিটি ‘হাই-ফাইভ’র বিনিময়ে ৫টি শিশুকে হাত ধোয়ার অভ্যাস শেখানো।

এই লক্ষ্যে আটটি বিভাগীয় শহরের বিভিন্ন স্কুলে লাইফবয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে ‘হাই ফাইভ কালেক্ট’ করার কর্মসূচি।

এছাড়াও রাজধানীতে চলাচলকারী সাধারণ মানুষের মাঝে হাত ধোয়ার অভ্যাস তৈরি উৎসাহিত করতে ৫টি বাস স্টেশনে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছিল। এই কর্মসূচিতে যুক্ত ছিল লাইফবয়ের ২০০ ব্র্যান্ড প্রোমোটর।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘হাই-ফাইভ ফর হ্যান্ডওয়াশিং’ ক্যাম্পেইন উপলক্ষ্যে গত ১৫ অক্টোবর ঢাকার গলফ ক্লাবে আয়োজন করা হয় একটি অনুষ্ঠানের। শিক্ষা ও সচেতনতামূলক ওই অনুষ্ঠানে ২০০ শিশু একটি নাটকে অভিনয় করে।

লাইফবয় শুরু থেকে ‘লাইফবয় ফ্রেন্ডশীপ হসপিটাল’ ও হাত ধোয়ার অভ্যাস বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে উপস্থিত লাইফবয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার সাকিব আল হাসান বলেন,  “দেশের সাধারণ মানুষ আর শিশুদের জন্য এই কার্যক্রমগুলো লাইফবয় ধারাবাহিকভাবে করে আসছে শুরু থেকেই। আর এটা সম্ভব হয়েছে কারণ বাংলাদেশের মানুষ সবসময় লাইফবয়-এর সাথে ছিলেন।”