স্যামসাং গ্যালাক্সি জে২ কোর বাংলাদেশে

জে২ সিরিজের নতুন মডেল জে২ কোর বাজারে আনল স্যামসাং মোবাইল বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2018, 12:51 PM
Updated : 17 Oct 2018, 12:51 PM

ঢাকার যমুনা ফিউচার পার্কে মঙ্গলবার স্যামসাংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এটি উন্মোচন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্যামসাং জানায়, দেশব্যাপী প্রায় ১৭ লাখ জে২ সিরিজের ডিভাইস বিক্রি হয়েছে।

সাধারণ ফোন থেকে প্রথমবার অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করার কথা ভাবছেন, তাদের লক্ষ্য করেই জে২ কোর এনেছে স্যামসং। ৮ হাজার ৫৯০ টাকায় জে২ কোর কিনে ক্রেতারা পাচ্ছেন ১২০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।

স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “ধারাবাহিক কর্মদক্ষতা এবং স্বল্প বাজেটের ডিভাইস হওয়ায় জে২ সিরিজটি দেশের সর্বোচ্চ বিক্রিত স্মার্টফোন সিরিজে পরিণত হয়েছে। “তুলনামূলকভাবে দাম কম হওয়ায় সাধারণ মানুষ ডিভাইসটি ক্রয় করতে পারবেন। ১২০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হ্যান্ডসেটটির নির্ভরযোগ্যতা নিশ্চিৎ করে।”    

ডিভাইসটি কিনে গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক গ্রাহকরা নানা বান্ডেল অফার নিতে পারবেন।