‘বাংলালিংক ইনোভেটরস’ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা

প্রযুক্তিভিত্তিক ব্যবসায়িক পরিকল্পনার প্রতিযোগিতা ‘বাংলালিংক ইনোভেটর্স’-এর দ্বিতীয় আসরের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2018, 02:06 PM
Updated : 14 Oct 2018, 02:06 PM

এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে শেষে শনিবার ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

বাংলালিংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি পর্যায়ে নৈপুণ্য দেখিয়ে টিম গ্রিনোভেশন, টিম লোকোমোটিভস ও টিম ডাইভারসিটি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে।

এর মধ্যে টিম গ্রিনোভেশনের ‘রিসাইকেলার্ন’ প্রজেক্টের বিষয়বস্তু ছিল ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বর্জ্য নিষ্কাশনে উৎসাহ দেওয়া।

টিম লোকোমোটিভস আইওটি ম্যাট্রিক্সের সাহায্যে নিরাপদ পানীয় জল নিশ্চিত করার প্রজেক্ট ‘আস্থা ফিল্টার’ উপস্থাপন করে প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে।

আর তৃতীয় হওয়া টিম ডাইভারসিটির ‘প্রজেক্ট ইয়েলো’র বিষয়বস্তু হল বর্জ্য পানি থেকে বিদ্যুৎ উৎপাদন।

বিজয়ী এরই তিন দলের সদস্যরা আমস্টারডামে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের প্রধান কার্যালয় ঘুরে দেখা সুযোগ পাবেন এবং বাংলালিংকের ‘স্ট্র্যাটেজিক অ্যাসিস্টেন্ট প্রোগ্রাম’-এর অ্যাসেসমেন্ট সেন্টারে যোগ দিতে পারবেন।

এছাড়া প্রতিযোগিতার সেরা ৫ দলের প্রত্যেক সদস্য বাংলালিংকের অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রামে (এআইপি) সরাসরি যোগ দিতে পারবে।

র‌্যাডিসনে বিজয়ীদের নাম ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

বাংলালিংকের সিইও এরিক অস অনুষ্ঠানে বলেন, “আমি বিশ্বাস করি, আগামী দিনের ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য রয়েছে তাদের। দেশের অন্যতম প্রধান ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংক কিছু ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে যেগুলো তরুণদের স্বপ্নপূরণে সাহায্য করবে।

“আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের সুযোগগুলি কাজে লাগিয়ে বিজয়ীরা নিজেদেরকে ভবিষ্যৎ প্রজন্মের সফল পেশাজীবী হিসেবেও প্রতিষ্ঠা করতে সক্ষম হবে বলে আমি আশা করি।”

বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।