আইএসও ৯০০১: ২০১৫ সনদ পেল রবি

ডিজিটাল সেবাদাতা কোম্পানি রবিকে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের ওপর আন্তর্জাতিক মানের আইএসও ৯০০১: ২০১৫ সনদ দিয়েছে ইন্টারটেক বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2018, 09:31 AM
Updated : 14 Oct 2018, 09:31 AM

অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশে টেলিযোগাযোগ কোম্পানি হিসেবে রবিই প্রথম এ সম্মানসূচক সনদ পেয়েছে।

সম্প্রতি রাজধানীর গুলশানে রবি কর্পোরেট অফিসে ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সদ্বীপ দাস রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদের কাছে আইএসও ৯০০১:২০১৫ সনদ হস্তান্তর করেন।

এ সময় রবির চিফ ফিন্যান্সিয়াল অফিসার রনি তোহমি, কর্পোরেট প্রসেস ইমপ্রুভমেন্ট অ্যান্ড কমপ্লায়েন্সের (সিপিআইসি) ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ সুলতান মাহমুদ এবং সিপিআইসির কর্মকতারা উপস্থিত ছিলেন।

অপারেটরটি জানায়, রবি যে সফলভাবে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়ন করছে, এ সনদ তারই প্রতিফলন। আন্তর্জাতিক মান অনুসরণ করে অপারেটরটির সাফল্য যাচাই করা হয়েছে। গত দশ বছর ধরে রবি এই মান বজায় রেখে চলেছে।

কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের স্বীকৃতি হিসেবে আইএসও ৯০০১ একটি বৈশ্বিক মানদণ্ড। গ্রাহক ও অন্যান্য অংশীজনদের চাহিদা মেটাতে সঠিক ও মানসম্পন্ন পণ্য বা সেবা এবং ক্রমোন্নতির ক্ষেত্রে এ স্বীকৃতি সহায়ক ভূমিকা পালন করে।