শীর্ষে যাওয়ার লক্ষ্য গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের

১০ বছরের মধ্যে বাংলাদেশের শীর্ষ বীমা কোম্পানি হতে চায় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2018, 05:17 PM
Updated : 10 Oct 2018, 05:17 PM

বুধবার কোম্পানির ৫ বছর পূর্তির অনুষ্ঠানে এর প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এই লক্ষ্যের কথা জানান।

রাজধানীর গুলশানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বীমা কোম্পানিটির পরিচালক, কর্মকর্তা, কর্মীসহ গ্রাহকরাও অংশ নেন।

গার্ডিয়ান লাইফের সিইও মনিরুল আলম বলেন, “আমরা ১৪ জন নিয়ে কোম্পানি শুরু করেছিলাম, এখন এই কোম্পানিতে ১২৪ জন কাজ করে।

“আমরা ৩ কোটি টাকা থেকে ব্যবসা ১০০ কোটি টাকায় উন্নীত করেছি। আশা করি, ১০ বছরের মধ্যে আমরা বাংলাদেশের প্রথম বীমা কোম্পানি হতে পারব।”

তবে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর মনে করেন, পাঁচ বছরের মধ্যে এই লক্ষ্য অর্জন সম্ভব।

বাংলাদেশের প্রতিষ্ঠিত তিনটি প্রতিষ্ঠান এপেক্স, স্কয়ার ও ব্র্যাকের সম্মিলিত উদ্যোগে ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর যাত্রা শুরু হয় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের।

কোম্পানিটি এবছর টানা দ্বিতীয় বারের মতো এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স (এবিএফ) পুরস্কার জিতেছে।