এফবিসিসিআই ‘স্ট্যান্ডিং কমিটি অন এডুকেশন’র সভা

এফবিসিসিআই ‘স্ট্যান্ডিং কমিটি অন এডুকেশন (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) এর সভা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2018, 01:30 PM
Updated : 9 Oct 2018, 01:30 PM

এফবিসিসি আই সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাখাতের সমস্যাবলী নিয়ে আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দেশের শিক্ষা ব্যবস্থার সমস্যাবলী চিহ্নিত করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী ও উন্নত করার উদ্দেশে প্রয়োজনীয় সুপারিশমালা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।

এছাড়া অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধিদলকে ইউরোপের বিভিন্ন দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়।

পাশাপাশি এ মাসের শেষ সপ্তাহে এফবিসিসিআইতে ‘কর্মোপযোগী ও মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা’ নিয়ে একটি সেমিনারের আয়োজন করার কথা বলা হয়।

সভায় উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান সুমন তালুকদার, ডিরেক্টর ইন চার্জ গোলাম মাঈনুদ্দিন ও সদস্যবৃন্দ।