কানাডায় বাণিজ্য বাড়াতে বেসরকারি উদ্যোগের তাগিদ

বাংলাদেশ-কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও জোরদার করতে বেসরকারি খাতের পক্ষ থেকে আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2018, 05:42 PM
Updated : 7 Oct 2018, 05:42 PM

রোববার এফবিসিসিআই কার্যালয়ে বাংলাদেশে কানাডার হাইকমিশনার বিনোয়া প্রেফঁতের সঙ্গে এফবিসিসিআই নেতাদের বৈঠকে এই বিষয়টি উঠে আসে।

এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম সভায় উপস্থিত ছিলেন। বৈঠকে কানাডায় বাংলাদেশের তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ায় হাইকমিশনারকে ধন্যবাদ জানানা এফবিসিসিআই সভাপতি।

তিনি বাংলাদেশ সরকারের দেওয়া আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা গ্রহণ করে সম্ভাবনাময় চামড়া শিল্প, ওষুধ শিল্প, তথ্যপ্রযুক্তি এবং পর্যটন ইত্যাদি খাতে বিনিয়োগের জন্য কানাডার ব্যবসায়ীদের আহ্বান জানান।

কানাডার হাইকমিশনার প্রেফঁতে বলেন, তারা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হিসেবে বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন।

বাণিজ্য বাড়াতে কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্সকে আরও গতিশীল কার্যক্রম হাতে নেওয়ার অনুরোধ জানান তিনি।