গ্রাহকদের স্বাগত জানালেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী

দেশের সেরা নেটওয়ার্ক ব্যবহার করায় গ্রাহকদের স্বাগত জানিয়েছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2018, 03:48 PM
Updated : 7 Oct 2018, 05:27 PM

রোববার মতিঝিলে গ্রামীণফোন সেন্টারে গ্রাহকদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন ফোলি।

অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রামীণফোনের হ্যালোজিপি উদ্যোগের অংশ হিসেবেই গ্রাহকদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন তিনি।

হ্যালোজিপি গ্রামীণফোনের একটি বিশেষ উদ্যোগ, যার মাধ্যমে গ্রামীণফোন গ্রাহকদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে তাদের মতামত গ্রহণ করে গ্রাহকসেবার মানোন্নয়নে কাজ করা হয়।

অনুষ্ঠানে মাইকেল ফোলি বলেন, “পূর্বে অনুষ্ঠিত হ্যালোজিপির উদ্যোগে গ্রাহকদের কাছ থেকে পাওয়া মতামতের ওপর ভিত্তি করে আমাদের কর্মীরা নিরলসভাবে গ্রাহক সন্তুষ্টির জন্য কাজ করেছে। সম্প্রতি আমরা ৭ কোটি ১০ লাখ গ্রাহকের মাইলফলক স্পর্শ করেছি। আমাদের নেটওয়ার্কে গ্রাহকদের অবিচল আস্থার কারণেই এটা সম্ভব হয়েছে।”

অনুষ্ঠানে গ্রাহকদের সাথে মাইকেল ফোলি গ্রামীণফোনের বিভিন্ন সেবার মান, সমস্যা ও সমাধান নিয়ে আলাদাভাবে কথা বলেন।

এই সেশনটি ‘ফেইসবুক লাইভ’ এর মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয় যেখানে গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।

গ্রাহকদের প্রশ্নের জবাবে গ্রামীণফোনের মাইকেল ফোলি বলেন, এ বছরের মধ্যেই গ্রামীণফোনের সব বিটিএস ন্যূনতম থ্রিজি অথবা ফোরজি সেবার আওতায় যুক্ত হবে।   

অনুষ্ঠানে প্রযুক্তি, বাণিজ্য, গ্রাহকসেবা, যোগাযোগসহ গ্রামীণফোনের বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি ও ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আযমানের নেতৃত্বে দেশব্যাপী হ্যালোজিপি সেশনের আয়োজন করা হচ্ছে।